২৩ সেপ্টেম্বর, ২০২১ ২২:৫০

ঝালকাঠীতে কিশোরীদের মাসব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঝালকাঠীতে কিশোরীদের মাসব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে’ শ্লোগান নিয়ে স্কুল পড়ুয়া কিশোরীদের আত্মরক্ষার কৌশল হিসেবে বরিশালের ঝালকাঠীতে মাসব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে। 

রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) নামে একটি বেসরকারি সংস্থা এই প্রশিক্ষক বাস্তবায়ন করছে। 

বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত একটি ই-মেইল বার্তায় জানানো হয়, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় এবং গ্লোবাল অ্যাফেয়ারস কানাডার অর্থায়নে বরিশাল বিভাগের মধ্যে সর্বপ্রথম এই প্রশিক্ষণে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে মাধ্যমিক স্কুলে অধ্যায়নরত ১৫ জন কিশোরী অংশগ্রহণ করেন। 

কাঠালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার। 

এ সময় উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের জেন্ডার স্পেশালিস্ট নাসরিন নাহার এবং সাপোর্ট ইন্টিগ্রেশন স্পেশালিস্ট উম্মে আসমা খানম উপস্থিত ছিলেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর