২৪ সেপ্টেম্বর, ২০২১ ২১:০৮

হিলিতে তিনদিনের ব্যবধানে বাড়লো কাঁচা মরিচের দাম

দিনাজপুর প্রতিনিধি

হিলিতে তিনদিনের ব্যবধানে বাড়লো কাঁচা মরিচের দাম

ফের বেড়েছে কাঁচা মরিচের দাম। দিনাজপুরের হিলি বাজারে তিনদিনের ব্যবধানে পাইকারিতে দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা, খুচরায় ৬০ টাকা। বাজারে সরবরাহ কমায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

 
অন্যদিকে দিনাজপুর শহরের বাজারেও কাঁচা মরিচ বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাজারে দেখা গেছে প্রায় সব দোকানেই কমবেশি কাঁচামরিচের সরবরাহ রয়েছে। তবে দাম আগের তুলনায় বেশি। 

নওগাঁ অঞ্চলের কাঁচামরিচ তিন’দিন আগেও দিনাজপুরের হিলি বাজারে পাইকারিতে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন তা বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। দাম সবচেয়ে বেশি বেড়েছে খুচরা বাজারে। তিনদিন আগেও যে মরিচ ৬০টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, শুক্রবার তা প্রকারভেদে ১০০-১২০টাকায় বিক্রি হচ্ছে এবং দিনাজপুর শহরের উপশহর বাজারে কাচাঁমরিচ প্রতিকেজি ১৩০-১৪০ টাকায় বিক্রি হয়েছে। 

এদিকে দেশের বাজারে কাঁচা মরিচের বাজার ঊর্ধ্বমুখী হলেও দীর্ঘ ৮ মাস বন্ধের পর ১৪ ও ১৬ আগস্ট দু’দিন হিলি স্থলবন্দর দিয়ে ৩৬ টন ৭৮৬ কেজি কাঁচা মরিচ আমদানি হয়। তবে দাম কম পাওয়ায় ও লোকসানের কারণে এরপর থেকে স্থলবন্দর দিয়ে মরিচ আমদানি বন্ধ রয়েছে।

ক্রেতা আমিনুল ইসলাম বলেন, তিনদিন আগেও বাজারে কাঁচামরিচ কিনলাম ৮০ টাকা কেজি দরে। এখন এক কেজি মরিচের দাম বলছে ১৪০ টাকা। 

বিক্রেতা বাবু, ইব্রাহিম হোসেনসহ অনেকে বলেন, এই অঞ্চলে সাধারণত নওগাঁসহ পাশের বিরামপুর পাঁচবিবি উপজেলার কাঁচা মরিচ আসে। গত কয়েকদিন ধরে বাজারে দেশীয় কাঁচামরিচের সরবরাহ ভালো থাকায় দাম কমের দিকে ছিল। একারণে স্থলবন্দর দিয়েও ভারতীয় কাঁচা মরিচ আসেনি। তবে গত কয়েকদিনের বৃষ্টির কারণে নওগাঁসহ দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের উৎপাদন ব্যাহত হয়। এতে বাজারে সরবরাহ কমে যাওয়ায় মরিচের দাম বেড়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর