২৭ সেপ্টেম্বর, ২০২১ ১৯:২৫

চাঁদপুরে চুরির অপবাদে নারীকে নির্যাতন, আটক ২

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে চুরির অপবাদে নারীকে নির্যাতন, আটক ২

প্রতীকী ছবি

চাঁদপুরে চুরির অপবাদ দিয়ে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার রাতে ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

নির্যাতিতা নারী তাসলিমা বেগম রবিবার সন্ধ্যায় পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জড়িত মোফাচ্ছের হোসেন (২৮) ও তার ছোট ভাই ইয়াসিনকে (২৩) গ্রেফতার করে।

মামলার অন্য আসামিরা হলেন-রায়হান হোসেন (২০), শামসুন্নাহার (৫০) ও আমেনা বেগম (২০)। নির্যাতিতা নারী ও স্বজনরা জানান, মিথ্যা অপবাদে এমন অমানুষিক ঘটনা যারা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামে শুক্রবার বিকেলে স্বর্ণের চেইন চুরির অপবাদে প্রতিবেশীরা অমানুষিক নির্যাতন চালায়। এ ঘটনায় গুরুতর আহত স্বামী পরিত্যক্তা ওই নারী বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাকে পেটানোর ফলে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে।

নির্যাতনের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, এক যুবক কাঠের গুড়ি দিয়ে এক নারীকে এলোপাতাড়ি পেটাচ্ছে। ওই যুবককে সহায়তা করছে কয়েকজন। দুই মিনিটের ফুটেজে এমন ঘটনার শেষের দিকে নির্যাতিতা নারীকে রক্ষায় কয়েকজন এগিয়ে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ রবিবার দুপুরে নির্যাতনের ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। এজন্য ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশের সাথে সাথে দুজনকে গ্রেফতার করা হয়। বাকি তিনজনকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন।

চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মনিরুল ইসলাম জানান, ঘটনার শিকার নারীর শারীরিক অবস্থা তেমন ভালো নয়। তবে আপাতত নারী শঙ্কামুক্ত। কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নিতে হবে রোগীকে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর