২৮ সেপ্টেম্বর, ২০২১ ১২:৩৭

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে দেড় লাখ মানুষকে দেওয়া হচ্ছে গণটিকা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে দেড় লাখ মানুষকে দেওয়া হচ্ছে গণটিকা

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে দেড় লাখ মানুষকে দেওয়া হচ্ছে গণটিকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে টাঙ্গাইলে একযোগে ইউনিয়ন এবং পৌরসভা পর্যায়ে প্রায় দেড় লাখ মানুষকে গণটিকা দেওয়া  হচ্ছে।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল পৌর উদ্যান কেন্দ্রে এ  কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক আতাউল গনি।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা মো. আবুল ফজল সাহাবুদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, এর আগে সম্প্রতি ৭৫ হাজার ৬৫ জনকে একযোগে ইউনিয়ন এবং পৌরসভা পর্যায়ে সিনোফার্মের গণটিকা দেওয়া হয়েছিল। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে প্রায় দেড় লাখ মানুষকে সিনোফার্মের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, যা গত ক্যাম্পেইনের চেয়ে দ্বিগুণ। যারা করোনার টিকার ম্যাসেজ পেয়েছেন অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে টিকা দেওয়া হবে। তবে টিকা থাকা সাপেক্ষে যারা ম্যাসেজ পাননি তারা টিকার রেজিস্ট্রেশন কার্ড দিয়েই টিকা নিতে পারবেন। এছাড়া বয়ষ্করা এনআইডি কার্ড দিয়ে টিকা নিতে পারবেন।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন বলেন, বৃষ্টির কারণে সকালের দিকে কেন্দ্রগুলোতে উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতির সংখ্যা বাড়তে থাকে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই গণটিকা কার্যক্রম চলবে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর