৩০ জুন, ২০২২ ১৫:২৫

২৪ ঘণ্টার ব্যবধানে তিস্তার পানি বিপৎসীমার অনেক নিচে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

২৪ ঘণ্টার ব্যবধানে তিস্তার পানি বিপৎসীমার অনেক নিচে

ফাইল ছবি

২৪ ঘণ্টার ব্যবধানে রংপুর অঞ্চলের তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানি বিপৎসীমার অনেক নিচে প্রবাহিত হচ্ছে। তবে চর ও নিম্নাঞ্চলের অনেক স্থান এখনও জলমগ্ন রয়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ২২ সেন্টিমিটার নিচে, রংপুরের ঘাঘটে ২৩৩ সেন্টিমিটার নিচে, গাইবান্ধার ঘাঘটে ৭৫ সেন্টিমিটার নিচে, গাইবান্ধায় করতোয়ায় ৪১৮ সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে। এসব নদীর পনি কমলেও চরাঞ্চলের অনেকস্থান এখনও পানির নিচে রয়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, তিস্তাসহ অন্যান্য নদীর পানি এখন বিপৎসীমার নিচে রয়েছে।

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর