৩০ জুন, ২০২২ ১৫:৩৩

শিক্ষার্থী মিম হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

শিক্ষার্থী মিম হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

প্রতীকী ছবি

পটুয়াখালীর গলাচিপায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তার মিম (১৩) হত্যার অভিযোগে মো. কালাম গাজী (৩৫) ও তার স্ত্রী রানী বেগম (৩০) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা মামলার বাদীর একই এলাকায় বসবাসরত উপজেলার গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সূহরী দ্বিতীয় খন্ড গ্রামের বাসিন্দা।

বুধবার (২৯ জুন) বিকেলে নিহত মিমের মা মোসা. রেখা (কনা) বেগম বাদী হয়ে গ্রেফতারকৃত দুইজনসহ আরও অজ্ঞাত ৩ জনকে আসামি করে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ মামলার প্রধান অভিযুক্ত ওই দুইজনকে গ্রেফতার করে। 

এ ব্যাপারে গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, নিহত শিক্ষার্থী গত ২৬ জুন রাতে নিখোঁজ হয়। তিনদিন পরে গতকাল বুধবার সকাল ১০টার দিকে তার মরদেহ বাড়ির পাশের মুশুরীকাঠী স্লুইজগেট সংলগ্ন ডোবা থেকে উদ্ধার করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।


বিডি-প্রতিনিধি/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর