৩০ জুন, ২০২২ ১৬:২৬

টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ রোহিঙ্গা আটক

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার):

টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ নুর হাসন (১৯) নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা। আটক ব্যক্তি এক্সটেনশন নয়াপাড়া ব্লক-আই/৯ এর মোস্তফা কামালের ছেলে নুর হাসান(১৯)। 

এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান(এলজি) দুই রাউন্ড গুলি ও একটি চাপাতি উদ্ধার করে। ১৬ আর্মড পুলিশের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার হ্নীলা নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী নুর হাসন(১৯) প্রকাশ বাইন্নাকে আটক করতে সক্ষম হয়। এসময় তার দেখানো মতে নুরালী পাড়াস্থ পাহাড়ের ঢালু থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ওয়ান শুটার গান (এলজি) , দুই রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়। আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসী খালেক গ্রুপের সক্রিয় সদস্যের বলে জানা যায়। 

তিনি আরও জানান, আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর