২ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:০১

নববধূর মৃত্যুর ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

নববধূর মৃত্যুর ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন

দিনাজপুরের পার্বতীপুরে নববধূর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে স্বজনসহ এলাকাবাসী। 

ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুরের সাহেবপাড়া মহল্লায় ওই নববধূর লাশ এসে পৌঁছালে এলাকার মানুষ ক্ষোভে ফুঁসে উঠে। পরিবারে চলে শোকের মাতম। হাজার হাজার মানুষ তার জানাজায় অংশ নেয়। নববধূ মাহবুবা বেগম মিষ্টির অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে বিকেলে পার্বতীপুর শহীদ মিনার চত্বরে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এর আগে বুধবার পার্বতীপুরের হলাদীবাড়ি রেল কলোনীতে মাহবুবা বেগম মিষ্টি (২৬) নামের ওই নববধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পার্বতীপুর রেলওয়ে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন। এ ঘটনায় আটককৃতরা হলেন, শ্বশুর রজব আলী, শাশুড়ি সামছুন নাহার ও ননদ রিনা। 

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাজিদ জানান, বুধবার রাতেই মৃতের পিতা মোবারক হোসেন বাদী হয়ে ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর