রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে এক জেলের জালে ৩২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।
সোমবার দিবাগত রাতে পদ্মায় জাল ফেলে স্থানীয় জেলে জয়নাল হালদারের জালে মাছটি আটকা পড়ে।
মঙ্গলবার সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জয়নাল। মাছটি আড়তে নিয়ে এলে দেখতে ভিড় জমান উৎসুক জনতা। দৌলতদিয়া টার্মিনাল সংলগ্ন রওশন মোল্লার আড়ত থেকে ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪১ হাজার ৬০০ টাকায় মাছটি ক্রয় করেন।
জেলে জয়নাল হালদার বলেন, দীর্ঘদিন পদ্মায় বড় বাঘাইড় মাছ পাওয়া যাচ্ছে না। সোমবার রাতে পদ্মার বিভিন্ন স্থানে জাল ফেলি। মাঝ রাতে জালে বড় আকারের বাগাইড় মাছটা আটকা পড়ে। মঙ্গলবার সকালে মাছটি আড়তে নিয়ে ৪১ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছি।
ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, রওশন মোল্লার আড়ত থেকে নিলামে মাছটি ক্রয় করেছি। কেজিতে সামান্য লাভে মাছটি বিক্রি করবো।
বিডি-প্রতিদিন/বাজিত