পটুয়াখালীর বাউফলের দশম শ্রেণীর দুই ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহত দুই ছাত্রের স্বজন, সহপাঠী, অভিভাবক ও শিক্ষকসহ এলাকাবাসী।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বাউফল পৌরসভার গোলাবাড়ি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাউফল প্রেসক্লাবের সামনে থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
নিহত ছাত্ররা হলো বাউফল উপজেলার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী মো. নাফিজ মোস্তফা আনসারী (১৫) ও মো. মারুফ হোসেন (১৫)।
মানববন্ধনের পর সংক্ষিপ্ত সমাবেশে নাফিজের মা নার্গিস বেগম কাঁদতে কাঁদতে বলেন, আমার একটাই দাবি, আমার একমাত্র পুত্র সন্তানকে যারা প্রকাশ্যে খুন করেছে তাদের ফাঁসি চাই। একই কথা বলেন মারুফের মা মোসা. আসমা বেগম। মারুফই ছিল তার একমাত্র পুত্র সন্তান। বক্তারা বলেন, খুনিরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। নবম শ্রেণীর ছাত্র হলেও তাদের দু’জনের বয়স ১৮ বছরের বেশি। তারাও খুনিদের ফাঁসি দাবি করেন।
বিডি প্রতিদিন/এএ