নোয়াখালীতে শ্রমিক সংকটের কারণে জমিতে পাকা ধান ঘরে তুলে দিয়ে দুশ্চিন্তায় থাকা প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা কৃষকের ক্ষেত থেকে ধান কেটে, মাড়াই করে ঘরে তুলে দেন। মঙ্গলবার দুপুরে সরেজমিনে এমন চিত্র দেখা যায়।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের বানাবাড়িয়া হাফিজপুর গ্রামে কৃষক রেজাউল করিমের ৬৬ শতাংশ জমির ধান কেটে, মাড়াই করে ঘরে তুলে দিতে দেখা যায় ছাত্রলীগ কর্মীদের। এভাবে অন্যান্য কৃষকদের ধান কাটার কাজে সহযোগিতা করছেন তারা। এ সময় কৃষক রেজাউল করিম জানান, একদিকে তীব্র শ্রমিক সংকট, অন্যদিকে ঝড় বৃষ্টির শংকায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে চরম দুচিন্তায় ছিলেন তিনি। এমন সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তার জমির ধানগুলো কেটে, মাড়াই দিয়ে ঘরে তুলে দেয়। ছাত্রলীগ কর্মীদের এমন উদ্যোগে ভীষণ খুশি তিনিসহ অপর কৃষকরা।
এ ব্যাপার জেলা ছাত্রলীগের নেতা রুবায়েত রহমান আরাফাত জানান, ছাত্রলীগ কেন্দ্রিয় সংসদের নির্দেশনা অনুযায়ী জেলার প্রত্যন্ত অঞ্চলে ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রমিক সংকটের কারণে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুচিন্তায় থাকা প্রান্তিক কৃষকদের খোঁজ খবর নিচ্ছে এবং চাহিদা অনুযায়ী তাদেকে সহযোগীতা করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল