পদ্মা নদীতে নিখোঁজ আট বছরের শিশু রেখা খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। রাজশাহীর বাঘায় নিখোঁজ হলেও তার ভাসমান লাশ কুষ্টিয়ার দৌলতপুর থেকে উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সেই লাশ মঙ্গলবার বিকালে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের লুকন্তা সর্দারপাড়া এলাকার পদ্মায় ওই শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়।
রেখা খাতুন নাটোর জেলার লালপুর উপজেলার বিলবাড়িয়া গ্রামের রাজ্জাক আলীর মেয়ে। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলের কালিদাশখালী এলাকার পদ্মায় খালাতো-মামাতো ভাই-বোনদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল রেখা।
রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চল চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ডিএম মনোয়ার বাবুল জানান, শিশু রেখা খাতুনের নানা নাজিম উদ্দিনের বাড়ি উপজেলার পদ্মার চরাঞ্চলের কালিদাশখালী গ্রামে। ঈদ উপলক্ষে মা ফেরদৌসী বেগমের সঙ্গে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল রেখা। সেখানে ভাই-বোনদের সঙ্গে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল রেখা। মঙ্গলবার লাশ মিলেছে।
কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তাদের যাওয়ার আগেই আইনি প্রক্রিয়া শেষে নৌ-পুলিশ ওই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বিডি প্রতিদিন/হিমেল