খুলনা ও বাগেরহাটের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত দল কবির বাহিনীর প্রধান কবির শেখকে খুলনা থেকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে খুলনা জেলার দাকোপ থানাধীন ১নং পানখালী ইউনিয়নের অন্তর্গত আসামির নিজ বাড়িতে অভিযান চালায়। এসময় এক ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে কবির শেখকে (৪২) আটক করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক আসামির বসতঘর তল্লাশী করে ১টি বিদেশি পিস্তল ১ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, কবির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কবির বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র আইন, হত্যা-চেষ্টা মামলার মতো জঘন্য মোট ২০টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল