প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনকারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ও শ্রীরামপুর গ্রামকে মাদকমুক্ত করতে মাঠে নেমেছে এসডিআই নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার ওই সংগঠনের উদ্যোগে ধামরাইয়ের সুতিপাড়া এফটিসি সেন্টারে এক কর্মশালার আয়োজন করা হয়। এসময় থানা পুলিশ, এসডিআইয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ গ্রামের দুই শতাধিক সচেতন ব্যক্তি অংশ নেয়।
এসময় সুতিপাড়া ও শ্রীরামপুর গ্রামকে আগামী তিন মাসের মধ্যে মাদকমুক্ত করার জন্য দুই হাত উচু করে তারা অঙ্গীকার করেন।
এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, ওসি (তদন্ত) ওয়াহিদ পারভেজ, ওসি (অপারেশন) নির্মল কুমার দাস, ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার, সাধারণ সম্পাদক আনিস উর রহমান স্বপন, সাবেক সভাপতি আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, সাংবাদিক আজাহারুল ইসলাম রাজু, মিজানুর রহমান, এসডিআইয়ের সহকারী পরিচালক কামরুজ্জামান, শিক্ষক নুরুল ইসলাম, জালাল উদ্দিন প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল