ফরিদপুরের চরভদ্রাসনে মাঠ পর্যায়ের কৃষকদের প্রশিক্ষন প্রদান করা হয়েছে। বুধবার সকাল দশটা হতে বিকেল তিনটা পর্যন্ত আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এতে উপজেলার পয়ষট্টি জন নারী ও পুরুষ কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সেলিম এর সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সহযোগী গবেষক অনুপ কুমার মন্ডল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুরের মালিখালী মাধ্যমিক বিদ্যালয়ের জেষ্ঠ শিক্ষক বাবু তুষার বালা ও আদর্শ মাধ্যামক বিদ্যালয়ের শিক্ষক মো. ফকরুজ্জামান।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ইউনাইটেড ন্যাসন্স ডেভেলপমেন্ট ( ইউএসডিএ) এর অর্থায়নে চর এলাকায় উচ্চ মূল্যের তিনটি ফসলের উদ্যোক্তা উন্নয়ন ও মূল্য সৃঙ্খল শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষন দেওয়া হয়। উৎপাদিত তিনটি ফসলের আয়, ব্যয় ও মুনাফা বিশ্লেষন, ফলন ও প্রযৃক্তি ব্যবধান নির্ধারণ এবং ফসলগুলোর রপ্তানি সম্ভাব্বতা যাচাই করা এ তিনটি উদ্দেশ্য নিয়ে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল