বগুড়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তোফাজ্জল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে সারিয়াকান্দি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি সারিয়াকান্দি উপজেলার গোয়াল বাতান এলাকার মৃত তফিজ উদ্দিন প্রামানিকের ছেলে।
বুধবার (২৬ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম।
তিনি জানান, গত ১৭ এপ্রিল ৫ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী তোফাজ্জল হোসেনের বাড়িতে খেলতে যায়। এক পর্যায়ে তোফাজ্জল কৌশলে ওই শিক্ষার্থীকে তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা গত ১৮ এপ্রিল তোফাজ্জলকে একমাত্র আসামি করে সারিয়াকান্দি থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকেই পলাতক তোফাজ্জলকে গ্রেফতারে পুলিশের পাশাপাশি র্যাবও কাজ শুরু করে। পরে গত মঙ্গলবার রাত একটার দিকে সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান চালিয়ে তোফাজ্জালকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ