“সুরক্ষিত শ্রবণ সুরক্ষিত জীবন”এই প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকালে র্যালি, ও অলোচনা সভার আয়োজন করা হয়। সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ থেকে বর্ণাঢ্য বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে
পরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিহির লাল সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অথিথি হিসাবে বক্তব্য রাখেন নোয়াখালীর সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজিমুল হায়দার ও নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ। অলোচনা সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন নোয়খালী বিআরটিএর সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এদিকে পরিবেশ অধিদপ্তরের তেমন কোন ভূমিকা নেই বলে অনেকে মন্তব্য করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শব্দ দূষণ একটি নিরব ঘাতক। এর কারণে সব বয়স সকল পেশার মানুষ এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই সকলকে এর খারাপ দিকগুলো অবহিত করে স্কুল-কলেজ, মসজিদ মন্দির, শ্রমিক মালিকসহ সকল শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে উদ্ধুদ্ধকরণ সভা সেমিনার করে সকলকে সচেতন করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
বিডি প্রতিদিন/এএ