মেহেরপুরে নকল ব্যাটারির পানি উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুর ১২টায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
সহকারী পরিচালক সজল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেহেরপুর শহরের তাঁতীপাড়া এলাকায় একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান নকল ব্যাটারির পানি উদ্ধার করা হয়। এসময় উদ্ধারকৃত ব্যাটারির পানি বিনষ্ট করা হয়। তিনি আরো জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ক ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে মেহেরপু সদর থানা পুলিশের একটি টিম অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/এএম