পটুয়াখালীর গলাচিপায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দোকানে মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন করার অপরাধে চার ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে পৌর শহরে অভিযান চালিয়ে মুরগি ব্যবসায়ী জিয়াউর রহমানকে ২ হাজার, পোল্ট্রি মুরগি ব্যবসায়ী মো. বাবুলকে ২ হাজার, বাবুল হোটেল মালিককে ২ হাজার ও খুলনা দাধঘর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শুভঙ্কর চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া বলেন, বিভিন্ন অপরাধে চার ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের কোনো ধরনের অনিয়ম ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই