বরগুনার বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে বোরো ফসল কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহজাহান কবির। এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক শওকত ওসমান, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ধান গবেষণা উপকেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী শিরিন আক্তার, সিনিয়র তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল