টাঙ্গাইলের সখীপুরে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক স্টে কহোল্ডারগণকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা হলরুমে এ অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ.জেড.এম নূরুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত শিকদার, চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমুখ।
এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সামাজ সচেতন ব্যক্তিবর্গ উপস্থি ছিলেন।
বিডি প্রতিদিন/এএম