ফরিদপুরের চরভদ্রাসনে বজ্রপাতে আকলিমা বেগম (৩৬) নামে এক গৃহিণীর মৃত্যু ঘটেছে। বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে । ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আকলিমা ওই ইউনিয়নের শালিপুর পশ্চিম এর বাসিন্দা আলী খানের স্ত্রী। তার স্বামী, দুই কন্যা ও দুই ছেলে রয়েছে।
ইউপি চেয়ারম্যান বলেন মেঘের আভাস দেখে আকলিমা বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে বেঁধে রাখা গরু আনতে যান। ফেরার পথে তিনি বজ্রপাতের শিকার হন এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) লিটন ঢালী বলেন বজ্রপাতে এক নারীর মৃত্যু ঘটনা জানতে পেরেছেন এবং ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম