৬ জুন, ২০২৩ ১৫:২০

মানিকগঞ্জে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানিকগঞ্জে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের বিষয় ছিল ‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’।

মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি এস কে বালিকা উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় এস কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১ম স্থান লাভ করে।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খবিরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, বিশেষ অতিথি দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর উপপরিচালক মুহ. মাহবুবুল আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর মো. ইন্তাজ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. রুহুল জামান সুজন, মো. নাজমুল হাসান সৈনিক, মহিউদ্দিন আহমেদ, নাজমুন নাহার, রিনা সাহা, প্রফেসর ঊর্মিলা রায়, হোসনে আরা বেগম প্রমুখ।

প্রধান অতিথি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর