৬ জুন, ২০২৩ ১৬:১৫

চুয়াডাঙ্গায় পথচারীদের মাঝে শরবত বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি


চুয়াডাঙ্গায় পথচারীদের মাঝে শরবত বিতরণ

তীব্র গরমে সারাদেশের সাথে চুয়াডাঙ্গাবাসীর নাভিশ্বাস অবস্থা। এ পরিস্থিতিতে চুয়াডাঙ্গা শহরে পথচারীদের জন্য লেবু শরবতের কনটেইনার স্থাপন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে এ পদক্ষেপ নেয়া হয়। মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্ত্বরে ঠান্ডা লেবুর শরবতের কনটেইনার বসান পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন বলেন, এখন থেকে শহরে আসা সাধারণ মানুষের জন্য ঠান্ডা লেবুর শরবত সরবরাহ অব্যাহত থাকবে। ঠান্ডা লেবুর শরবতের কনটেইনার উদ্বোধনের সময় পুলিশ সুপার নিজ হাতে এক পথচারীকে শরবত পান করান।

পুলিশ সুপার বলেন, শরবত সরবরাহ জেলা পুলিশের একটা ছোট উদ্যোগ। চলমান তাপপ্রবাহে শরবত সরবরাহ অব্যাহত থাকবে। এজন্য বড়বাজারের পুলিশ বক্সের পাশে শরবতের কনটেইনার স্থাপন করা হয়েছে। সাধারণ মানুষ চলার পথে যদি ক্লান্তিবোধ করেন, তাহলে তারা এই শরবত পান করতে পারবেন। পাশাপাশি সুপেয় পানি ও খাবার স্যালাইন সরবরাহ করা হবে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর