৬ জুন, ২০২৩ ১৬:২০

নেত্রকোনায় হাওরে মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ কর্মশালা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় হাওরে মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ কর্মশালা

নেত্রকোনায় হাওরে মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ কর্মশালা

নেত্রকোনায় ‘হাওরে মৎস্য সম্পদ : বর্তমান বাস্তবতা ও টেকসই আহরণে করণীয় বিষয়ে’ বিশেষ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল থেকে বিকাল পর্যন্ত ময়মনসিংহ মৎস্য বিভাগের সহায়তায় কর্মশালার আয়োজন করে নেত্রকোনা জেলা মৎস্য অধিদপ্তর।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন খন্দকারের সঞ্চালনায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একোয়াকালচার বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক।

প্রশাসন, রাজনৈতিক ও কৃষক, জনপ্রতিনিধিসহ মৎস্যজীবীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় হাওর, নদী খাল বিলকে প্রভাবশালী মুক্তকরণ, জেলেদের সচেতন করা, নদীতে বা বিলে অবৈধ বাঁধ দেওয়া, ময়লা আবর্জনা নদীতে বা হাওরে না ফেলা, এসব নিয়ে আলোচনা করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর