রাঙামাটিতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের ভবনে বিচার বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর স্মরণ সভা আয়োজন করা হয়।
রাঙামাটি জেলা ও দায়রা সিনিয়র জজ মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে এতে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এইএম ইসমাইল হোসেন, রাঙামাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৌহিদুল হক, যুগ্ম জেলা ও দায়রা জজ মিল্টন হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ বেগম রিজোয়ানা, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু হানিফ, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. সাহাব উদ্দীন, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাভোকেট মো. আব্দুল গফ্ফার মুন্না উপস্থিত ছিলেন।
এ আগে রাঙামাটি আদালত ভবন চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন রাঙামাটি জেলা ও দায়রা সিনিয়র জজ মো. সহিদুল ইসলামসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/হিমেল