বগুড়ায় পুলিশের দায়ের করা তিন মামলায় কারাগারে থাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও স্বেচ্ছাসেবকদলের সাবেক নেতা মাজেদুর রহমান জুয়েল উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
সোমবার হাইকোর্টের বিচারপতি রেজাউল হকের নেতৃত্বাধীন দ্বৈত্ব বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।
বিএনপি নেতাদের আইনজীবী ও বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমতিরি সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ জানান, নিম্ন আদালতে দুই নেতার জামিন না হওয়ায় উচ্চ আদালতে আবেদন করা হয়। সোমবার দুই বিচারপতি দ্বৈত্ব বেঞ্চ তাদের ছয় মাসের জামিন আবেদন মঞ্জুর করেন। আইনি প্রক্রিয়া শেষে তারা কারাগার থেকে মুক্তি পাবেন।
এর আগে গত ১৮ জুলাই বগুড়ায় বিএনপির এক দফা দাবিতে পদযাত্রাকালে শহরের ইয়াকুবিয়া মোড়ে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সাথে সংঘর্ষ হয়। ওই ঘটনায় রাতে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলসহ শতাধিক বিএনপি নেতাকর্মীদের নামে বগুড়া সদর থানায় তিনটি মামলা দায়ের করে পুলিশ। কর্তব্যরত পুলিশের ওপর হামলা, সরকারি স্থাপনায় ভাঙচুর, ককটলে বিস্ফোরণসহ একাধিক অভিযোগ এনে মামলাগুলো করা হয়।
মামলা দায়েরের পর রাতেই বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের দুইজনকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/বাজিত