জাতীয় শোক দিবসে ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুরে শহরের মুন্সিপাড়া গোরস্থানে নূরানী হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় ব্যতিক্রমী এই আয়োজন করেন সাবেক ছাত্রনেতা ও জেলা আওয়ামী লীগের সদস্য সাহেদুল ইসলাম সাহেদ।
আলোচনা শেষে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ ১৫ আগস্টের শোকাবহ কালোরাতে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মসজিদের ইমাম, দলীয় নেতাকর্মীসহ অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল