পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল নয়টায় উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, কুয়াকাটা পৌরসভা, মহিপুর থানা, কুয়াকাটা পৌর আওয়ামী,মহিপুর থানা যুবলীগ, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কয়াকাটা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া র্যালী, আলোচনা সভা, আবৃত্তি, গাছের চারা বিতরণ, সেচ্চায় রক্তদান কর্মসূচিসহ নানা আয়োজন করা হয়। বিকালে গরীব ও আসহায় মানুষের মাঝে প্রথক পৃথক ভাবে খাবার পরিবেশন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম