১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য এমএ রাজ্জাক খান রাজ।
এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল্লাহ সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নূরুল ইসলাম ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের শিল্প বিষয়ক সম্পাদক এনাম হাসান লাভলু।
আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএম