বরগুনায় সাত দিনব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৩ শুরু হয়েছে। জেলা প্রশাসন ও বনবিভাগের উদ্যোগে বরগুনার শহীদ মিনার চত্বরে সাত দিনব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
বুধবার সকাল সাড়ে ৯টায় শিল্পকলা একাডেমি চত্বর থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে র্যালি বের হয়ে শহীদ মিনার চত্বরে শেষ হয়। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, শফিকুল ইসলাম, উপ-বন সংরক্ষক, উপ-বিভাগীয় বন কর্মকর্তা পটুয়াখালী, বনবিভাগ, মো. ফয়সাল আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন, মুক্তিযোদ্ধা আ. মোতালেব মৃধা, বরগুনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা হোসনেয়ারা হাঁসি প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে আমতলী উপজেলার বটতলা থেকে সড়ক ও জনপথ বিভাগের পাঁচ কিলোমিটার সড়কে রাস্তার দু’পাশে সামাজিক বনায়ন করে সফল ৪৯ জন সুবিধাভোগীকে ২১ লাখ ৬৭ হাজার ৭৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এমআই