জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে প্রেসক্লাবের মরহুম শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মিজানুর রহমান মানিক, মফিজ ইমাম মিলন, তমিজউদ্দিন তাজ, পান্না বালা, শফিকুল ইসলাম মনি, সাজ্জাদ হোসেন রনি, বেলাল চৌধুরী, মশিউর রহমান খোকন, মফিজুর রহমান শিপন ও শেখ সাইফুল ইসলাম অহিদ প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই