ঝিনাইদহের মহেশপুরের বাওড় পাড় থেকে কামাল হোসেন (৪৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। নিহত কামাল পেশায় একজন কৃষক ছিল। সে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জেলেপোতা গ্রামের মো. রহমবারীর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে মোবাইল কল করে কেবা কারা ডেকে নিয়ে যায়। এরপর উপজেলার ভাবদিয়া বাওড় পাড়ে তাকে শ্বাসরোধ হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। রাতে দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোজাখুজি শুরু করে। এক পর্যায়ে রাত ১২টার দিকে বাড়ির পাশে ভাবদিয়া বাওড় পাড়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। তবে কি কারণে মারা গেছে সেটি উদঘাটনের চেষ্টা করছি।
বিডি প্রতিদিন/এএম