বগুড়ার আদমদীঘির সান্তাহার রেল স্টেশনের প্লাটফর্ম থেকে আবুল কালাম আজাদ (৬৫) নামের এক বৃদ্ধ ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে রেল পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবুল কালাম আজাদ জয়পুরহাট সদরের পুরানোপৈল খলিফাপাড়ার মৃত নাছির উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সান্তাহার জংশন স্টেশনের ১ ও ২ নম্বর প্লাটফর্মের ফুটওভার ব্রিজের দক্ষিন সিড়ির সামনে আবুল কালাম নামের এক বৃদ্ধ ভিক্ষুকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন কয়েকজন ট্রেন যাত্রী। পরে তারা রেলওয়ে পুলিশকে বিষয়টি জানান।
সান্তাহার রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি ভিক্ষা করতেন। তিনি রেলস্টেশনের প্লাটফর্মেই থাকতেন।
বিডি প্রতিদিন/এএম