জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ফরিদপুর জেলা শ্রমিক লীগ। এ উপলক্ষে মঙ্গলবার রাতে শহরের আলীপুরে অবস্থিত শেখ রাসেল মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি গোলাম মোঃ নাছিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সহ সভাপতি শ্যামল ব্যানার্জী, পৌরমেয়র অমিতাভ বোস, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জাহিদ বেপারী, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, তথ্য ও গবেষণা সম্পাদক আমিনুল ইসলাম রিপন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক খায়রুদ্দিন মিরাজ, উপ প্রচার সম্পাদক আলী আজগর মানিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম জনি, যুব মহিলা লীগের আহবায়ক রুখসানা আহমেদ মেহেবী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ জেলা ও কোতয়ালী থানা শ্রমিক লীগের নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/এএ