বগুড়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ টহল দিচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার এ বিশেষ টহল দেখা গেছে।
র্যাব-১২ বগুড়ার স্কোয়াড লিডার (সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানান, বগুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব তৎপর রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র্যাব শহরের সাতমাথাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত পিকআপ ও মোটরসাইকেলে বিশেষ টহল শুরু করেছে।
তিনি আরও জানান, দেশবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে র্যাব মাঠে রয়েছে। আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করা হলে কঠোরভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, বুধবার বগুড়ায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা হওয়ার কথা ছিল। বগুড়া শহর শাখা জামায়াতে ইসলামী দুপুর সাড়ে ৩ টার দিকে শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে জানাজার আয়োজনের ঘোষণা দেয়। পরে পুলিশের অনুমতি না পেয়ে সিদ্ধান্ত থেকে সরে আসে দলটি। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে বগুড়ার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে পশ্চিম জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকারসহ ১৬ নেতাকর্মী আটকের দাবি করে দলটি।
উল্লেখ্য, গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর থেকেই বগুড়াতে সতর্ক অবস্থান নেয় পুলিশ। রাতে শহরের গুরুত্বপূর্ণ সব এলাকায় মহড়ার পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল