বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ধুনট সদর প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, সহসভাপতি গোলাম হোসেন সরকার, যুগ্ম সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, প্রভাষক ফরিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম খান, জেলা পরিষদের সদস্য ফজলুল হক, মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, এলাঙ্গী ইউনিয়ন যুগ্ম সাবেক সভাপতি এমএ তারেক হেলাল, সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান, গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, চৌকিবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ সেলিম প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল