জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালীতে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজুর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোশরেফুল হাসান।
অনুষ্ঠানে উদ্বোধন করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল আলম মঞ্জু। অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ ভূইয়া, ছাত্রলীগ নেতা রুবায়েত আরাফাত ও রাজুসহ ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সদর উপজেলার বিভিন্ন সড়কে ৫ শতাধিক গাছের রোপন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম