ময়মনসিংহের হালুয়াঘাটে পুকুরের পানিতে ডুবে আবু রায়হান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার আমতৈল ইউনিয়নের বিষমপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশু আবু রায়হান ওই গ্রামের আল মাহমুদ সোহাগের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম।
পরিবারের বরাত দিয়ে উপ-পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, আজ সকালে বাড়ির পাশে খেলা করছিল আবু রায়হান। খেলার কোনো এক সময় পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায় রায়হান। এর কিছুক্ষণ পর শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে আশপাশের লোকজন নিকটবর্তী একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশু আবু রায়হানের মরদেহ উদ্ধার করে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় নিহত ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ