শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় ৩ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। বুধবার দুপুরে প্রেস বিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মাহবুবুল আলম।
ঘটনার বিবরণে পুলিশ সুপার মো: মাহবুবুল আলম জানান, গত ১২ আগস্ট বাদী ফয়সাল আকন থানার অভিযোগ করে তার বোন ফারজানা (১৪) কে মাদ্রাসা থেকে প্রাইভেটে যাওয়া সময় অপহরণ করা হয়েছে। পরে এ ঘটনায় থানায় মামলা হলে অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি শাওনকে গ্রেফতার করে। পুলিশ ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাকালে ঘটনায় সহযোগী হৃদয় ও রবিউল নামে দুইজনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যে ভিকটিমকে আজ সকালে শরীয়তপুরের শৌলপাড়া থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএম