জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার বেলা ১২টায় মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইসহাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহজাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, সদর উপজেলার সহকারী কমিশানার (ভ‚মি) জিয়াউর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ,জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএ