বঙ্গবন্ধুর আদর্শ, কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শনকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে এবং প্রজন্মকেও অনুপ্রাণিত করতে হবে। দেশ স্বাধীনতার সময় যে ভূরাজনীতি ছিল এখনও তা বিদ্যমান এবং ভিন্নমাত্রায় চলছে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রোধে আমাদেরকে আরও সজাগ, সু-দৃষ্টি ও শক্তিশালী হতে হবে। ভূ-প্রাকৃতিক অবস্থানের কারণেই মূলত বাংলাদেশের প্রতি সবার আগ্রহ এবং এই ভূরাজনীতি চলমান। বিদেশের মাটিতে বসে যারা তথ্যপ্রযুক্তির সুযোগ নিয়ে নানা অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাউবি’র শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত “মহানায়কের স্মরণে” শীর্ষক জুম ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এসব কথা বলেন।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো: আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তারের সঞ্চালনায় ওয়েবিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাউবি’র শিক্ষক অধ্যাপক ড. মো: ইকবাল হুসাইন, মো: আনোয়ারুল ইসলাম, ড. মো: শহীদুর রহমান, আ ন ম তোফায়েল হোসেন, মো: মশিউর রহমান, শাহীন আলম, আশিক বিশ্বাস, টুম্পা রানী দে, আবু জিহাদ ও মো. সাইফুল ইসলাম।
আলোচকগণ বঙ্গবন্ধুর শৈশব থেকে শুরু করে তাঁর শিক্ষা, কর্মময় জীবন, আদর্শ, রাজনৈতিক দর্শন, মানবিক মূল্যবোধ নিয়ে গবেষণা ও বিশ্লেষনধর্মী আলোচনা করেন।
ওয়েবিনারে বাউবি’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল ও রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম। বাউবি’র ডিন, পরিচালকগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ, স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও টিউটরগণ সংযুক্ত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম