নাটোরে হিরোইন উদ্ধারের পৃথক দুটি মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে দণ্ডপ্রাপ্তদের উপস্থিতে নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরিফ উদ্দিন এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার রাণী নগর এলাকার জাকির হোসেন ও এই জেলার নাচোল উপজেলার নিজামপুর গ্রামে সোহাবুল। সাজাপ্রাপ্ত জাকির হোসেনের ১ লাখ টাকা জরিমানা এবং সোহাবুলের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে উভয়ের আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম বলেন, ২০১৭ সালের ৭ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় চাপাই থেকে ঢাকাগামী শিশির পরিবহনের একটি বাস তল্লাশি করে। এ সময় যাত্রী সোহাবুলের স্যান্ডেলে বিশেষ কায়দায় রাখা ৮০ গ্রাম হেরোইন জব্দ ও তাকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে ২০২২ সালের ২৯ মে র্যাব-০৫ এর সদস্যরা বনপাড়া এলাকায় রাজশাহী থেকে পাবনাগামী উৎসব পরিবহনের একটি বাসে তল্লাশি করে। এতে জাকির হোসেনকে ৩১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় আলাদা মামলা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল