বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বর্তমান সরকারের পদত্যাগের একদফা দাবিতে দেশব্যাপী বিএনপির ৪ দিনের কর্মসূচির প্রথম দিন ফরিদপুরের বোয়ালমারীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে পৌর শহরের হাসপাতাল সড়কস্থ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনুর বাড়িতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল মিয়ার সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু,পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, পৌর বিএনপির উপদেষ্টা ওয়াহিদুল আলম মৃধা মিন্টু, সহ-সভাপতি খান আতাউর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন শেখ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, মফিজুর কাদের খান মিল্টন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বোয়ালমারী পৌর কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, কাউন্সিলর শেখ আজিজুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক গোলাম কুদ্দুস মোল্যা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. জাকির হোসেন চৌধুরী,সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার শেখ, যুবদল নেতা রোকনুজ্জামান বকুল, গোলাম রসুল বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. শেখ আনিসুরজ্জামান তপু, পৌর ছাত্রদলের আহবায়ক মো. মাহফুজ মিয়া প্রমুখ। বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হুসাইন আহমেদ দোয়া পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/এএ