জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দেবিদ্বার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়াম হতে দুই সহস্রাধিক নেতাকর্মী শোক র্যালি নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছে। শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ (ইনক) এর সভাপতি ডা. ফেরদৌস খন্দকারের নেতৃত্বে এই র্যালি হয়।
বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানানোর পূর্বে কালো টি শার্টে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, হাতে কালো পতাকা, মাথায় কালো ক্যাপ আর বাহুতে শোকের চিহ্ন নিয়ে মৌন শোক র্যালিটি দেবিদ্বার উপজেলা সদর প্রদিক্ষণ করে।
ভানি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মতিন মুন্সি। এ সময় আরও বক্তব্য রাখেন শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ (ইনক) এর সাধারণ সম্পাদক আল-আমীন বাবু, দেবিদ্বার উপজেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি শাহিনুর লিপি, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ। এ সময় জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উপজেলার প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ড থেকে আগত সভাপতি -সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল