নাটোরের গুরুদাসপুরে মাদক মামলায় তিন যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
অভিযুক্তরা হলেন জেলার বড়াইগ্রাম উপজেলার ইকুরী গ্রামের রাব্বেল প্রামাণিকের ছেলে জিয়াউর রহমান, প্রয়াত আব্দুস সালামের ছেলে মেহেদী হাসান এবং গোলাম মোস্তফার ছেলে সোহানুর ইসলাম।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা. মোনোয়ারুজ্জামান জানান, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে চাঁচকৈড় ব্রিজের কাছে একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলকে থামায় টহল পুলিশের একটি দল। এসময় তিন মাদকাসক্ত মোটরসাইকেল আরোহীর শরীর তল্লাশি করে তাদের কাছে পলিথিনে মোড়ানো ১৪গ্রাম শুকনো গাঁজা জব্দসহ তাদের আটক করা হয়।
পরে বুধবার সকালে থানার উপ-পরিদর্শক মাসুদ রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠান।
এছাড়া অপর একটি অপহরণ মামলায় পাবনা সদরের বাসিন্দা পিন্টু শেখকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ