দিনাজপুরের চিরিরবন্দরে মাদকাসক্ত লাবু হোসেন লিমন (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে তার দুই মামাকে আটক করেছে পুলিশ।
লাবু হোসেন লিমন চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর উত্তরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
বুধবার দিবাগত রাত ২টার দিকে চিরিরবন্দরের অমরপুর ইউপির লক্ষ্মীপুর উত্তরপাড়া (শান্তির বাজার সংলগ্ন) গ্রামে এ ঘটনা ঘটেছে।
আটক মৃতের বড় মামা হায়দার আলী (৫৫) ও ছোট মামা হাসমত আলী হাসু (২৬) চিরিরবন্দরের জয়দেবপুর পশ্চিমপাড়ার মৃত আইযুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লাবু হোসেন লিমন দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। নেশার টাকার জন্য বাসায় প্রায় ঝগড়া করতো। নেশার টাকা না দিলে বাসার মূল্যবান জিনিসপত্র বিক্রি করে দিত। কিছুদিন আগে নেশা করার সময় পুলিশের হাতে আটক হয়ে কারাগারে যায়। পরে জামিনে বাড়ি এসে আবারও নেশার টাকার জন্য মা-বাবাকে গালিগালাজ করতো ও মারধর করতে যেত। পরে অত্যাচার সামাল দিতে না পারায় তার বাবা শহিদুল ইসলাম লাবুর মামাদের বিষয়টি জানালে তারা বুধবার দিবাগত রাতে লাবুর হাত-পা বেঁধে লোহার রড ও বাঁশ দিয়ে মারধর করে। এতে গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।
এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার সকালে মৃতের বড় মামা হায়দার আলী ও ছোট মামা হাসমত আলী হাসুকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত