লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পোস্টার, ফেস্টুন, লিফলেট বিতরণ ও মশার ওষুধ ছিটানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে পথচারীদের মধ্য এই লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, লক্ষ্মীপুরে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বিডি প্রতিদিন/এএ