জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু স্মৃতিচারণ করে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের একটার দিকে চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মুন্সিরহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর চিপ সিকিউরিটি গার্ড, মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ আফসার উদ্দিন ভূঁইয়া, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক।
এ সময় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার পরেও ক্ষান্ত হয়নি ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী ও দেশবিরোধীরা। তারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সকল সদস্যদের হত্যা করে বাংলাদেশকে একটি জঙ্গি ও উগ্রবাদী রাষ্ট্র পরিণত করতে চায়। তবে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে তাদের এই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। দেশের মানুষ এখন সোচ্চার তারা আর সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠীদের ক্ষমতা দেখতে চায় না।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের শহীদ সকলের রুহের মাগফেরাত ও স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর সৈনিকদের রুহের মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে, দুপুর ৩ টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকা হাটে ঈদগা মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিল ও গণভোজ হয়। ইউনিয়নের আওয়ামী লীগের আয়োজনে এই শোক সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা শাহ আলম মল্লিক, কাঠাদিয়া- শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইউসুফ ফকির প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন