প্রসপারিটি প্রকল্পের মূল লক্ষ্য হলো অতিদরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন। এ অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সরাকারি- বেসরকারি সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত কাঠামো জোরদার করার লক্ষ্যে ‘উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ’ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম বিকাশ কেন্দ্রের বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পাথওয়েজ টু প্রসপারিটি এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায় এই কর্মসূচি হয়। বৃহস্পতিবার গংগাচড়া উপজেলা কৃষক প্রশিক্ষণ সম্মেলন কক্ষে কর্মসূচিতে সভাপতিত্ব করেন জিবিকে মাইক্রো ফিন্যান্স আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফজলুল হক। প্রসপারিটি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারি নিতাই চন্দ্র রায়।
ওরিয়েন্টেশনে মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় স্ব-স্ব দপ্তরের সরকারি বিদ্যমান সেবাসমূহ নিয়ে সেশন পরিচালনা করেন গঙ্গাচড়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস, উপজেলা ভেটেনারি সার্জন ডা. মো: ইউসুফ আলী, গঙ্গাচড়া অতিরিক্ত কৃষি অফিসার সারমিন সুলতানা।
অনুষ্ঠান সঞ্চলনা করেন কমিউনিটি মোবিলাইজেশন কারিগরি কর্মকর্তা মো. জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কারিগরি কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম, মাইক্রো ফিন্যাস এলাকা ব্যবস্থাপক । মো. এরশাদুল হক, শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান, উজ্জ্বল চন্দ্র সরকার, মো. রেজওয়ানুল হক, সহকারী কারিগরি কর্মকর্তা (লাইভলিহুড) মো. আসাদুল ইসলাম প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল